Header Ads

Header ADS

Floating Guava Market

অনেকেই ভাসমান পেয়ারা বাজার এর নাম শুনেছেন। আজ বলব কিভাবে মাত্র একদিনে এই পেয়ারা বাজার থেকে ঘুরে আসবেন কম খরচে।

Picture
Floating guava market

এই পেয়ারা বাজার বরিশাল জেলায় অবস্থিত। এখন পারফেক্ট সময় ঘুরে আসার। পেয়ার ভাজার মূলত ভিমরুল এর টা সবচেয়ে বড়। এইছাড়া আটঘর, কুড়িয়ান তে এই বাজার বসে।


যেভাবে যাবেন :

প্রথমেই আপনাকে বরিশাল এ যেতে হবে। লঞ্চ/বাস এ যেতে পারেন।লঞ্চ ই বেস্ট হবে। রাত ৮-৯ টার মধ্যে সদরঘাট থেকে সব গুলো লঞ্চ ছেড়ে যায়। সবচেয়ে বড় লঞ্চ "পারাবাত ১২"। আর বরিশাল এর সব গুলোই লঞ্চ বড় বড় এবং নিরাপদ।এই লঞ্চ বরিশাল ঘাট এ গিয়ে থামব ৪:৩০ টার দিকে। লঞ্চ ডেক ভাড়া নিবে ১০০টাকা এবং সিংেল কেবিন নিবে ৯০০টাকা। লঞ্চ ঘাট এ নেমে নাস্তা করে নিতে পারেন ১/২টা হোটেল খোলা পেতে পারেন। যদি নাহ পান তাহলে লঞ্চ ঘাট থেকে সিএনজি তে করে চলে যাবেন বানারিপাড়া ঘাটে। অনেক সিএনজি পাবেন ঘাট ই। ভাড়া নিবে ৬০ টাকা। বানারিপাড়া ঘাট অনেকগুলো হোটেল পাবেন। নাস্তা করে নিবেন। তার পর ঘাট থেকে ট্রলার ভাড়া করবেন। ছোট বড় অনেক ট্রলার পাবেন ১০/১২জন উঠতে পারবেন এম্ন ইনেক ট্রালার পাবেন একটু দামাদামি করবেন। আশা করি সারাদিনের জন্য ১০০০ টাকার মধ্যেই পেয়ে যাবেন। কিছু হালকা খাবার কিনে ট্রলার এ উঠে পরবেন।মাঝি কে বলবেন আটঘর, কুড়িয়ানা, ভিমরুল এর ভাসমান পেয়ার বাজার দেখবেন। অসংখ্য খাল দিয়ে ধীরে ধীরে আপনি পেয়ার বাজার এর দিকে এগিয়ে যাব ট্রলার। মাঝে গ্রামের কোন ছোট্ট বাজার থেকে চা-বিস্কেট খতে পারেন। তারপর পেয়ারা বাগান এর মাঝে দিয়ে আপনার ট্রালার এগিয়ে যাবে। ইচ্ছে করলে এইসব বাগান থেকে পেয়ারা কিনতেও পারেন। অনেক কমে পাবেন। আমি ৪/৫কেজি কিনেছিলাম ৩০ টাকা দিয়ে। লাঞ্চ কোন এক বাজারে নেমে করে ফেলবেন ১০০/১২০ এর মধ্যে খুব ভালভাবে খেতে পারবেন। সারাদিন ঘুরে বিকেল ৩/৪ টার দিকেকে আবার বানারিপাড়া ঘাট এসে নামিয়ে দিবে। সেখান থেকে আবাএ সিএনজি করে বরিশাল লঞ্চ ঘাট চলে আসবেন। বরিশাল থেকে রাত ৮টার লঞ্চ এ উঠে পরবেন। ভোরে ঢাকায় চলে আসবেন।


বি:দ্র: চেষ্টা করবেন রবিবার যেতে তাহলে আপনি ভাসমান চাল এর বাজার ও দেখতে পারবেন। আশা করি আপনি পারবেন। 

No comments

Powered by Blogger.