Header Ads

Header ADS

Guliyakhali Sea-Beach

যারা একদিনের মধ্যে সমুদ্র দেখে আসতে চান তাদের জন্য গুলিয়াখালি সী-বিচ। এই সমুদ্রে সৈকত খুব অল্প টাকায় একদিনের মধ্যে ই ঘুরে আসতে পারবেন। ৫ জন হলে জন প্রতি ৭০০ টাকা লাগবে।


Picture
Guliyakhali Sea-Beach
এই সী-বিচ সীতাকুন্ড এ অবস্থিত। যারা কম টাকায় ঘুরতে পছন্দ করেন তাদের জন্য এই প্ল্যান। ঢাকা থেকে রাত ১০:৩০ মিনিটে "চট্রগ্রাম মেইল" ট্রেন ছাড়ে। ১১০ টাকা ভাড়া নিবে। ভোড় ৬:৩০ মিনিটে আপনাকে সীতাকুন্ড রেলওয়ে স্টেশন এ নামিয়ে দিবে। স্টেশন এ নরমাল খাবার হোটেল আছে খেয়ে নিবেন। স্টেশন থেকে মেইন রোড ৩ মিনিটের হাটার পথ। হেটে চলে যাবেন। মেইন রোড থেকে ৫ টাকা দিয়ে সিএনজি করে সীতাকুন্ড বাজার এ চলে যাবেন। বাজার থেকে সী-বিচ ৩ কি:মি: ভিতরে। রিজার্ভ সিএনজি নিয়ে চলে যাবেন গুলিয়াখালি সমুদ্র সৈকত। কিছু খাবার নিয়ে যাবেন। সী-বিচ একটা ছোট দোকান বাদে আর কিছু নেই। আসার সময় আবার সিনজি করে বাজার চলে আসবেন। বাজার থেকে ঢাকার বাস পাবেন ২৩০/২৪০ নিবে ভাড়া।

Picture
Guliyakhali Sea-Beach

কিছু গুরুত্বপূর্ণ তথ্য :

১. এইটি একটা গ্রামের সমুদ্র সৈকত যারা কক্সবাজার এর কথা চিন্তা করবেন তারা হতাশ হবেন। 
২. এই সী-বিচ থেকে ১:৩০ ঘন্টায় এ স্বন্দীপ যাওয়া যায় সাগর পাড়ী দিয়ে দিয়ে ১০/১২ জনের গ্রূপ না হলে যাবেন নাহ।
৩. যেই সিএনজি করে যাবেন সেই সিএনজি করে ব্যাক করবেন। দুপুরের পর সিএনজি পাওয়া যায় নাহ তাই সি এন জি মামার নাম্বার রেখে দিবেন উনিই আপানাদের নিয়ে যাবে।

এই প্ল্যান এ আমি ঘুরে এসেছি। আশা করি আপনারাও পারবেন। কিছু জানার থাকলে জিজ্ঞেস করবেন। 





No comments

Powered by Blogger.