Where the culture is mixed with rare culture and tradition
মঙ্গোলিয়ার যে স্থানটিতে গেলে আপনি বিস্ময়ে হতবাক হয়ে যাবেন, তার নাম আলতাই তাভান বগদ ন্যাশনাল পার্ক।
আলতাই তাভান বগদ ন্যাশনাল পার্ক |
পাঁচটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ আর সর্ববৃহৎ পটানিন গ্লেসিয়ারের অবস্থান সেখানেই। সমুদ্রপৃষ্ট থেকে ৪ হাজার মিটার উঁচুতে অবস্থান এর। এটি মঙ্গোলিয়ার সর্বোচ্চ এবং সর্ব পশ্চিমের অঞ্চল।
এই পার্কটি কেবল প্রকৃতির লীলাভূমিই নয়, সংস্কৃতি ও ঐতিহ্যের অমূল্য সম্পদ এক। পাথরে তৈরি হাজার বছরের পুরনো ভাস্কর্য রয়েছে এখানে। এটা কিন্তু ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অংশও বটে। এখানে রহস্যময় পাথুরে মানুষ আর সমাধিসহ রয়েছে নমাডিক সংস্কৃতির কিছু বিরল নমুনা।
আরো আছে অপূর্ব সুন্দর লুকানো লেক খোতন এবং খুরগান। শিভেত খাইরখান মাউন্টেন আর ক্রিস্টালের মতো পরিষ্কার নদী আর বিরল বন্যপ্রাণও রয়েছে এখানে।
সুযোগ পেলে মঙ্গোলিয়ার আলতাই তাভান বগদ ন্যাশনাল পার্কে যেতে ভুল করবেন না।
দেশটির গোটা পশ্চিম এক রোমাঞ্চকর স্থান। এখানকার সংস্কৃতি, ঐতিহাসিক স্থান এবং প্রাকৃতিক সম্পদ দেখার অভিজ্ঞতাই আলাদা।
এখানে কয়েকটা ছবি দেখুন সেই অঞ্চলের।
সূত্র : ইন্টারনেট
No comments